বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

দিগন্ত ছুয়ে ভেসে আসে সোনারোদ ভোরের আজান,
বাউলের একতারা গেয়ে ওঠে মুক্তির গান।
নদীর উজান বেয়ে নিরুপায় একলা তরণী 
বুকের হাপরে আজো বোলানের গান শুনি।
তখন মাথার কাছে চাঁদ ওঠে একফালি হেসে- 
অশান্ত সময় তার আশ্রয় পায় অবশেষে।
নদীর পিছল আলো ঢেউ নিয়ে খেলে ধরাধরি, 
সুরে সুরে পথ খুঁজে ফেরে শ্যামের বাঁশরী ।
চ্যাপ্টা গোলাপের মতো ফেলে যাওয়া একদলা 
বইয়ের পাতার ভাঁজে কথা বলে বাংলা বর্ণমালা।
আঁধার নামতে আকাশের কালো মেঘ অশ্রুসজল,
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে ভালবাসি একবার বল।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন